শীতের শুরুতেই তপ্ত সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২১, ১০:৩০ পিএম

শীতের শুরুতেই তপ্ত সবজির বাজার

শীত মানেই নতুন সবজির মৌসুম। এরই মধ্যে বাজারে নেমেছে শীতের সবজি। তবে দামে লাগাম আসছে না। ছোট ছোট ফুলকপি ও বাঁধাকপির দাম প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা চাইছেন বিক্রেতারা। শিমের কেজি ১০০ থেকে ১২০ টাকা।

সবজির মতো চাল ও ভোজ্যতেলের দাম কমার লক্ষণ নেই। আটা, চিনি ও ডালও আগের মতোই বাড়তি দামে কেনাবেচা হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে চড়া দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১২ নভেম্বর) বাজারে শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। প্রতি কেজি ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। পটল, বরবটি, ফুলকপি ও বাঁধাকপির দামে এক সপ্তাহের ব্যবধানে কোনও পরিবর্তন আসেনি। পটলের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। বরবটির কেজি ৬০ থেকে ৭০ টাকা। ফুলকপির পিস ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিভিন্ন বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। তবে পরিমাণে কম হওয়ায় বাড়তি চাহিদা থেকেই যাচ্ছে। 

তবে কিছুটা স্বস্তি মিলছে মুরগির দামে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এ ছাড়াও পাকিস্তানি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে। যা গেল সপ্তাহে ছিল প্রায় ৩০০ টাকা। লেয়ার বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। উদ্ভিজ্জ আমিষের মধ্যে ইন্ডিয়ান ডাল ৯০ টাকা ও দেশি ডাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

মশলার মধ্যে দেশি পেঁয়াজ প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা, ইন্ডিয়ান ও মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। শুকনো মরিচ মানভেদে প্রতিকেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন মানভেদে ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা ৭০ থেকে ৮০ টাকা, চায়না আদা ১৬০ টাকা, হলুদ মান ভেদে ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

চিকন থেকে মোটা বিভিন্ন মানের চাল ৫৬ থেকে ৮২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত আটার কেজি ৪৫ থেকে ৪৬ টাকা। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৬ টাকা থেকে ১৬৫ টাকা লিটার দরে। চিনি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৬ টাকা। মসুর ডালের কেজি ৯০ থেকে ১৩০ টাকা। পেঁয়াজ গত সপ্তাহের মতোই ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে চলছে এমন পরিস্থিতি।   

 

Link copied!