নাহিদ হত্যা মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২২, ০৫:৫১ পিএম

নাহিদ হত্যা মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার

নিউমার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে ‘হত্যায় জড়িত’ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে  ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার  এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া পাঁচজনই ঢাকা কলেজের ছাত্র বলে জানান এ কে এম হাফিজ।

এর আগে, নিউমার্কেটে সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আসামিদের জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির ১৪ নেতাকর্মী হলেন- মিজান, আমীর হোসেন আলমগীর, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম সন্টু, শহীদুল ইসলাম শহীদ, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, বিল্লাল, মনির, জুলহাস, বাবুল ও জাপানি ফারুক। তাদেরকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, গত ১৮ এপ্রিল রাতে দুটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারীদের মধ্যে ঝগড়ার জের ধরে পরদিন নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকানদারদের মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। পরে মঙ্গলবার ও বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত দুই ব্যক্তি-একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত নাহিদ হাসান ও অপর এক দোকানের কর্মচারী মোরসালিন।

সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঞ্ছিত করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগে মকবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

Link copied!