করোনায় বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২১, ০৯:৫৮ এএম

করোনায় বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। তবে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমেছে। বুধবার (১৮ আগস্ট) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৩ লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৯৩ লাখ। বুধবার (১৮ আগস্ট) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৭৬ লাখের বেশি লোক। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৭৩লাখ  ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৩ লাখ ৯৪ হাজার ৭৩২ জন মারা গেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত ৪৩ লাখ ৮৩ হাজার ৫৮০ জন ও সোমবার পর্যন্ত  ৪৩ লাখ ৭৪ হাজার ৭৬১ জন করোনায় মারা যায়। রবিবার (১৫ আগস্ট) পর্যন্ত মারা যায় ৪৩ লাখ ৬৭ হাজার ৭৪ জন। এই হিসেবে বুধবার (১৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় ১১ হাজার ১৫২ জন মারা গেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) একদিনে ৮ হাজার ৮১৯ জন ও সোমবার (১৬ আগস্ট) ৭ হাজার ৬৮৭ জন মারা গেছেন।

করোনা শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার (১৮ আগস্ট) সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ কোটি ৯৩ লাখ ৮১ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত ২০ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ১০১ জন ও সোমবার(১৬ আগস্ট) পর্যন্ত ২০ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার ৮৭ জন করোনা শনাক্ত হন। রবিবার (১৫ আগস্ট) পর্যন্ত এই সংখ্যা ছিল ২০ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ১০৪। এই হিসেবে বুধবার (১৮ আগস্ট) একদিনে ৬ লাখ ৯১ হাজার ৩৯ জন, মঙ্গলবার ৯ লাখ ৭৬ হাজার ১৪ জন ও সোমবার (১৬ আগস্ট) ৪ লাখ ৫৯ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

করোনায় সুস্থ

এদিকে, করোনায় সুস্থ হওয়ার সংখ্যা একটু কমে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার (১৮ আগস্ট)পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ২৫৪ জন। মঙ্গলবার(১৭ আগস্ট) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৪৯৭ ও সোমবার পর্যন্ত  ছিল ১৮ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৩১। রবিবার (১৫ আগস্ট) পর্যন্ত সুস্থ হয়েছিল ১৮ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৭৩১ জন। এই হিসেবে বুধবার (১৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। মঙ্গলবার একদিনে সুস্থ হয়েছিল ৬ লাখ ২৭ হাজার ৪৬৬ জন। সোমবার(১৬ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হন ৪ লাখ ৩০ হাজার ৩০০ জন।

সক্রিয় রোগী

বিশ্বে বুধবার (১৮ আগস্ট) পর্যন্ত করোনার সক্রিয়  রোগী রয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৫৬ জন। মঙ্গলবার(১৭ আহস্ট) পর্যন্ত সক্রিয়া রোগী ছিল ১ কোটি ৭২ লাখ ৩২ হাজার ২৪ জন। সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল  ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ২৯৫।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, করোনায় মৃত্যু ও শনাক্তের  দিক দিয়ে এখনও  শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন  ৬ লাখ ৪০ হাজার ৯৩ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হিসেবে  শনাক্ত হয়েছেন ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ২০৪ জন।

মৃত্যুর দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশের প্রতিবেশি এ দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জন মারা গেছেন। আর করোনায় শনাক্ত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৮৫  হাজার ১০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!