২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ছাড়। যার প্রভাবে কমতে পারে বিভিন্ন পণ্যের দাম।
দাম কমবে যে সব পণ্যের
পোল্ট্রি ফিড
বাজেটে রেয়াত সুবিধার প্রস্তাবের কারণে পোল্ট্রি ফিড বা মুরগির খাবারের দাম কমবে।
ক্যানসার ওষুধ
প্রস্তাবিত বাজেট অনুযায়ী রেয়াত সুবিধা বৃদ্ধি পাচ্ছে ক্যানসার প্রতিরোধক ওষুধের ক্ষেত্রে। তাই দাম কমবে এই ওষুধের।
দেশীয় টাইলস
আমদানি করা কাঁচামালের ওপর সম্পূরক শুল্ক তুলে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে বাজেটে। ফলে দেশীয় টাইলসের দাম কমবে।
মূলধনী যন্ত্রপাতি
মূলধনী যন্ত্রপাতিতেও শুল্ক কমানোর প্রস্তাব রা হচ্ছে বাজেটে। ফলে এসব যন্ত্রপাতির দাম কমবে।
দেশীয় মোটরসাইকেল ও ওয়াশিং মেশিন
দেশে তৈরি করার জন্য মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তাই কমবে দেশীয় মোটরসাইকেলের দাম।
কম্পিউটার
কম্পিউটার যন্ত্রাংশের আমদানিতে শুল্ক কমানোর কথা বলা হয়েছে। তাই দাম কমবে এসব যন্ত্রাংশের।
টেক্সটাইল যন্ত্রপাতি
রেয়াত সুবিধার আওতায় পড়েছে টেক্সটাইল পণ্যে। তাই দাম কমবে এসব পণ্যেরও।
করোনার কিট
সুরক্ষা সামগ্রীতে শুল্ক অব্যাহতি সুবিধা আগেই ছিল। এবার করোনা শনাক্তের আরটি-পিসিআর কিট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এছাড়া এলপিজি সিলিন্ডার, কম্প্রেসর ও খেলনায় কর রেয়াত সুবিধা দেওয়ায় এসব পণ্যের দাম কমবে।
দেশে উৎপাদিত এসি ও ফ্রিজ
প্রস্তাবিত বাজেটে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে (এসি-ফ্রিজ) ভ্যাট অব্যাহতি সুবিধা আগের মতোই বহাল থাকছে। ফলে দেশে উৎপাদিত ইলেকট্রনিক পণ্য কম দামে মিলতে পারে।