ব্যবহৃত না হলেও চিকিৎসা গবেষণায় ১০০ কোটি টাকা বরাদ্দের পুনরাবৃত্তি

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২১, ০৩:২৬ এএম

ব্যবহৃত না হলেও চিকিৎসা গবেষণায় ১০০ কোটি  টাকা বরাদ্দের পুনরাবৃত্তি

করোনা মহামারিতে চিকিৎসা গবেষণার উন্নয়নে গত বছরের ন্যায় এবারও এ খাতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। চলতি অর্থবছরেও (২০২০-২১) সমপরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয়ের প্রস্তুতির অভাবে চিকিৎসা গবেষণায় দেওয়া ১০০ কোটি টাকা এখনও পড়ে আছে।

উন্নয়ন তহবিল গঠন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাস্থ্য খাতের অর্জনসমূহ টেকসই করা এবং ভবিষ্যতে মহামারির অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। এজন্য প্রয়োজন মানসম্পন্ন স্বাস্থ্য-শিক্ষা, প্রযুক্তি নির্ভর ও গবেষণা ভিত্তিক স্বাস্থ্য-শিক্ষার সম্প্রসারণ। চলতি অর্থবছরে স্বাস্থ্য-শিক্ষা ও প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলের জন্য চলতি অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে এবং তহবিলটি কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ভাবনের জন্য ফেলোশিপ প্রদান

তিনি আরও বলেন, বিজ্ঞানের নতুন ধারা ও কলাকৌশল উদ্ভাবনের জন্য ফেলোশিপ ও অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণার কাজে এ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করা হবে।

করোনাভাইরাস দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। দুর্নীতি, অনিয়ম আর নড়বড়ে স্বাস্থ্য খাতের প্রভাব পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায়। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে ব্যাপক গবেষণা দরকার, কিন্তু এজন্য তেমন কোনো অর্থই বরাদ্দ রাখা হয় না। এরপরই ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ নামে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার।

Link copied!