প্রধানমন্ত্রী প্রবর্তিত ' আমার গ্রাম আমার শহর' ধারণাটির চলতি অর্থবছরে বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। গ্রাম এবং শহরের উন্নত জীবন যাপনের সু্যোগ সুবিধায় তারতম্য না থাকা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।
১৫ টি গ্রামে প্রাথমিক প্রকল্প
গ্রাম আমার শহর' শীর্ষক একটি কারিগরি সহায়তা প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে, যার আওতায় ১৫টি গ্রামকে পাইলট হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরজন্য প্রতিটি গ্রামেই দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে থাকবে বায়োগ্যাস প্লান্ট, কৃষিযন্ত্র সেবা কেন্দ্র, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ। থাকবে সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা।
যা যা সুবিধা পাওয়া যাবে
এ প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবমুক্ত সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণ; উপজেলা মাস্টার প্লান তৈরি করা ও তা বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুবিধা সম্প্রসারণ; প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ ( লবণাক্ত পানির ঝুঁকিপূর্ণ চর এলাকা, আর্সেনিকের ঝুঁকির এলাকা, পাহাড়ী ও হাওর এলাকাসমূহে নিরাপদ পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা ; গ্রামীণ প্রবৃদ্ধি কেন্দ্র/ বাজার উন্নয়ন ও গ্রামের জন্য কার্যকরী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা ; প্রতিটি গ্রামে কমিউনিটি স্পেস এবং বিনোদনের ব্যবস্থা সম্বলিত অবকাঠামো নির্মাণ করা; এবং গ্রামীণ কর্মসংস্থান সৃজনকল্পে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করা হবে।