সমগ্র বিচার ব্যবস্থায় অনলাইন সুবিধার আওতায় আসবে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২১, ০৭:৪০ পিএম

সমগ্র বিচার ব্যবস্থায় অনলাইন সুবিধার আওতায় আসবে

ই-জুডিসিয়ারি প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে মাধ্যমে সামগ্রীক বিচার ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে। গত বছরের তুলনায় এই বছর আইন ও বিচার বিভাগে বাজেট বরাদ্দ বেড়েছে ৯৭ কোটি টাকা। গত বছর সংশোধিত বাজেটে এই মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৭১৬ কোটি টাকা যা বৃদ্ধি পেয়ে এই বছর প্রস্তাবিত হয়েছে ১৮১৩ কোটি টাকা। 

প্রতিটি আদালতে স্থাপন করা হবে ই-কোর্ট

দেশের বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি আদলতে স্থাপন করা হবে ই-কোর্ট। আটককৃত দুর্ধর্ষ আসামীদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হবে। ই-জুডিসিয়ারি কর্মসূচির মাধ্যমে অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে সুপ্রীম কোর্টসহ অধস্তন আদালতসমূহের সকল কার্যক্রম। ওয়েবসাইটে প্রকাশ করা হবে অধস্তন আদালতের বিচারাধীন মামলার বর্তমান অবস্থা,শুনানির তারিখ,ফলাফল এবং পূর্ণাঙ্গ রায়। বিচারপ্রার্থীগণ শীঘ্রই এর সুফল ভোগ করতে পারবেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে। 

ভূমি নিবন্ধন ডিজিটালাইজ হবে

এছাড়া 'ভূমি নিবন্ধন ব্যবস্থা অটোমেশন' প্রকপ্লের মাধ্যমে ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। নাগরিকগণের ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনা। ভূমি নিবন্ধন ব্যবস্থা আইসিটি নির্ভর হলে সহজ হবে সেবা গ্রহণ প্রক্রিয়া,বৃদ্ধি পাবে স্বচ্চতা এবং ভূমি সংক্রান্ত বিরোধ হ্রাস পাবে এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে। 

করোনাকালীন বর্তমান প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের মোট বরাদ্দ অন্তর্ভুক্ত হবে যৌথভাবে পরিচালনা এবং উন্নয়ন খাতের সংমিশ্রণে।

Link copied!