এপ্রিল ১, ২০২২, ১২:৫৪ পিএম
পেন্টাগন বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী রুশ সেনাবহরটির বর্তমান অবস্থানস্থল সম্পর্কে নিশ্চিত নয় তারা। পেন্টাগনের দাবি, রুশ সেনাবহরটি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এমনকি ৪০ মাইল দীর্ঘ এ বহরটির এখন অস্তিত্ব আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। অর্থাৎ এটিকে ইউক্রেন বাহিনী ধংস করে দিয়েছে।
মার্চের শুরুর দিকে মস্কোর দাবি করেছিল, রুশ বহরটি ভাগ হয়ে আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে। ছবি: রয়টার্স
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পরপরই যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস কিছু স্যাটেলাইট চিত্র প্রকাশ করে। প্রতিষ্ঠানটি তখন দাবি করে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে।
মার্চের শুরুর দিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি দাবি করেন, কিয়েভ অভিমুখে থাকা রুশ বহরটি পথেই থমকে রয়েছে। পরে নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে মাক্সার টেকনোলজিস বলেছিল, এ বহর ভাগ হয়ে আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে।
বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি রুশ বহরটির বর্তমান অবস্থানস্থল নিয়ে প্রশ্ন তুলেছেন। এর অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘এ মুহূর্তে এর (রুশ সেনাবহর) অস্তিত্ব আছে কি না আমি তা–ও জানি না। সত্যিকার অর্থে তারা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থবির হয়ে পড়া রুশ বহরটি একপর্যায়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সংকটের প্রতীক হয়ে উঠেছিল। এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে বেশ কয়েকবারই এ বহরের ওপর আক্রমণ করেছে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগদানের পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। আজ শুক্রবার এ যুদ্ধ ৩৭তম দিনে গড়িয়েছে। দুই দেশের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করলেও সহসাই যুদ্ধ বন্ধের লক্ষণ দেখছেন না বিশ্লেষকেরা।
সর্বশেষ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চেরনিহিভ শহরের আশপাশে হামলা কমানোর পরিকল্পনার কথা জানালেও রুশ বাহিনীর গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা লক্ষণীয়ভাবে অব্যাহত রয়েছে। হালনাগাদ গোয়েন্দা তথ্যে সতর্ক করে বলা হয়, সামনের দিনগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ‘ব্যাপক লড়াই’ হতে পারে। কারণ, শহরের পূর্ব ও পশ্চিম দিকে এখনো রুশ বাহিনী তাদের অবস্থান ধরে রেখেছে, যদিও স্বল্পসংখ্যক ইউনিটকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মারিউপোলে ব্যাপক লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় বাহিনী এখনো শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
ইউক্রেন যোদ্ধারা প্রতিটি অঞ্চলে শক্তিশালী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স