কপ-২৬ চুক্তির খসড়া প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ১২:০১ এএম

কপ-২৬ চুক্তির খসড়া প্রকাশ

চলমান আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬ এর প্রথম খসড়া প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা বুধবার (১০ নভেম্বর) এ খসড়া প্রকাশ করেছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের চূড়ান্ত খসড়া সম্মেলনের শেষে প্রকাশ করা হবে। আগামী শুক্রবার (১২ নভেম্বর) গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন শেষ হবে।

শেষ হওয়ার আগে প্রায় ২০০টি দেশের আলোচকরা খসড়া থেকে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার বিষয়ে কাজ করবেন।

বায়ুমণ্ডলের তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পৃথিবীর জন্য আশঙ্কাজনক। এর ফলে বিশ্বের অন্তত অর্ধেক জনসংখ্যা ২০৩০ সালের মধ্যে ঝুঁকিতে পড়বে। বর্তমানে জলবায়ু পরিবর্তন সম্পদের যে ক্ষতি করছে ২০৩০ সালে তার থেকে দ্বিগুণ করবে।

কপ-২৬ সম্মেলনকে প্যারিস জলবায়ু চুক্তি-পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, এবারের সম্মেলনে পোল্যান্ড, ভিয়েতনাম ও চিলির মতো বড় বড় কয়লা ব্যবহারকারী দেশ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে।

Link copied!