বছরের প্রথম মাস কেন জানুয়ারি?

তিথি চক্রবর্তী

জানুয়ারি ৪, ২০২৪, ১২:৫১ পিএম

বছরের প্রথম মাস কেন জানুয়ারি?

ফাইল ছবি

বর্ণিল উৎসবে নতুন বছর ২০২৪ বরণ করে নিয়েছে বিশ্ববাসী। বছরের প্রথম মাস হিসেবে জানুয়ারির ১ তারিখে সারা বিশ্বের মানুষ সাড়ম্বরে নতুন বছরকে স্বাগত জানায়। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কেন ১ জানুয়ারি বছরের প্রথম দিন?

জানা গেছে, ২ হাজার বছরের বেশি সময় আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার একটি ক্যালেন্ডার চালু করেছিলেন।  ১ জানুয়ারি রোমান পেগান উৎসব পালন করা হয়েছিল। সেই সূত্র ধরে এরপর থেকে ১ জানুয়ারি ইংরেজি বছরের প্রথম দিন হিসেবে উদযাপন হয়ে আসছে। 

ইতিহাস ঘাটলে দেখা যায়, কখনও ২৫ মার্চ এবং কখনো ২৫ ডিসেম্ববরকেও এর আগে বছরের প্রথম দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল।

ইতিহাসের দিকে তাকালে আরও জানা যায়, রোমানদের দেবতা জানুসের নাম থেকে জানুয়ারি নামটি এসেছিল। জানুসের আরেক নাম ছিল ইয়ানুরিয়া। ল্যাটিন ভাষায় যার অর্থ হচ্ছে জানুয়ারি। তাই বছরের প্রথম মাসটিকে জানুসকে উৎসর্গ করার মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে।

রোমান পৌরাণিক কাহিনী অনুসারে জানুস হচ্ছেন দ্বিমুখী দেবতা। অনেকে তাকে রূপান্তর দেবতা হিসেবেও বর্ণনা করে থাকে। অর্থাৎ যেকোনও পরিবর্তনের শুরু এবং শেষের প্রতীক হিসেবে জানুসকে চিহ্নিত করা হয়ে থাকে।

ষোড়শ শতকে, পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং ক্যাথলিক দেশগুলিতে ওই সময় থেকে পহেলা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়।

আমরা এখন যে ক্যালেন্ডার অনুসরণ করি বা যেটি ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে চেনেন, সেটাই ‘গ্রেগরিয়ান’ ক্যালেন্ডার।

বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, আর ঠিক এই কারণেই আমরা প্রতি বছরের পহেলা জানুয়ারি সারা বিশ্বে আতশবাজি পোড়ানোর উদযাপন দেখি।

Link copied!