ইবি’তে ছাত্রী নির্যাতন: ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ পাঁচজনকে হল থেকে বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:৪২ পিএম

ইবি’তে ছাত্রী নির্যাতন: ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ পাঁচজনকে হল থেকে বহিষ্কার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষ। 

দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১ মার্চ দুপুর ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত সানজিদা চৌধুরী পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী। অন্যরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুম ইসলাম ও মাওয়াবিয়া জাহান, আইন বিভাগের ২০২০-২১ এর ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের ২০২০-২১ এর হালিমা খাতুন উর্মী।

হল থেকে বহিষ্কারের বিষয়ে প্রভোস্ট অধ্যাপক শামসুল আলম গণমাধ্যমকে বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে আমরা সোমবার দুপুর ১২টায় মিটিং করি। প্রতিবেদনে পাঁচ অভিযুক্তের সত্যতা পাওয়া গেছে। তাই আমরা তাদের হল থেকে বহিষ্কার করেছি।”

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে সানজিদা চৌধুরীসহ ছাত্রলীগ নেত্রীরা নির্যাতন করেছে বেলে অভিযোগ করেন প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।”

গত ২১ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। এদিকে, প্রশাসনের কাছে পাল্টা লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী।

Link copied!