জুলাই ১১, ২০২১, ০৫:১৪ পিএম
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে সরকার মহাদুর্নীতির প্রজেক্ট খুলে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে দেশের এই করুণ অবস্থা হয়েছে বলেও তিনি দাবি করেন।
রবিবার (১১ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। শনিবার (১০ জুলাই) দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের চরম অব্যবস্থাপনার কারণেই করোনাকালে দেশজুড়ে ভয়াবহ রূপ ফুটে উঠছে। আইসিইউ সংকট থেকে শুরু করে স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে।’
সরকার পরিকল্পিতভাবে লকডাউন দিতে পারেনি, অপরিকল্পিত লকডাউনের কারণে দেশের এই করুণ অবস্থা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কারফিউ জারি কোনো সমাধান নয়, সাধারণ মানুষের খাদ্য এবং অর্থের ব্যবস্থা করতে হবে। এ ব্যবস্থা করতে না পারলে লকডাউন কোনো সমাধান বয়ে আনবে না।’
তিনি বলেন, ‘ইনফরমাল সেক্টরের মানুষেরা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে। কিন্তু দুই দফা লকডাউনের ফলে এসব মানুষেরা খুবই কষ্টে দিন যাপন করছে। তারা পুঁজি হারিয়ে পথে বসেছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘‘সরকারের সংশ্লিষ্ট সংস্থার চরম অবহেলায় এই ধরনের মর্মান্তিক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে এবং শিশু-কিশোরসহ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে।’
তিনি বলেন, ‘প্রকৃত পক্ষে এই ঘটনাটি হত্যার পর্যায়ে পড়ে। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থা কল-কারখানার নির্মাণ মান, পরিবেশ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিয়মিত পরিদর্শন ও নজরদারি না করার কারনে এবং প্রশাসনিক দূর্বলতার কারণে এই ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।’
ভার্চুয়াল সভায় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে করোনা বিষয়ক কোনো তথ্য মিডিয়ায় প্রকাশ না করতে সরকারের নির্দেশনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।