একদলীয় শাসন জনগণ আর মানবে না: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০২:৪৯ পিএম

একদলীয় শাসন জনগণ আর মানবে না: ফখরুল

বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এই হুঁশিয়ারি দেন।

এ সময় ফখরুল বলেন, ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেয়া হবে না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে, এ ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

আন্দোলনের প্রস্ততি নিয়ে রাজপথে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে আর প্রতারণার নির্বাচন হবে না। দেশের মানুষ আর কোনো প্রতারণা মানবে না।

ফখরুল বলেন, দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। একদলীয় শাসন জনগণ আর মানবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।

Link copied!