পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ সম্পন্ন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৯:০৩ এএম

পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ সম্পন্ন

পদ্মাসেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। বর্তমানে মূল সেতুর ৫ ও ৭ নাম্বার মডিউলে ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

এদিকে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তে ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

জানা গেছে, প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হয়েছে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। ল্যাম্পপোস্ট গুলোর দৈর্ঘ্য ১১.২ মিটার। একটি ল্যাম্পপোস্ট থেকে আর একটি ল্যাম্পপোস্টের দূরত্ব ৩৭.৫ মিটার। প্রতিটি ল্যাম্পপোস্টের ওজন ২৭৫ কেজি।

প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টে কোনো ক্ষতি হবে না। চীনের তৈরি ল্যাম্পপোস্টগুলো ধাপে ধাপে বাংলাদেশে এসেছে। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে স্থাপন শুরু হয় এসব ল্যাম্পপোস্টগুলোর। ক্রেনের সহায়তায় ল্যাম্পপোস্ট গুলোকে একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার পর সেতুতে ভায়াডাক্টের নির্ধারিত স্থানে যুক্ত করা হয় ল্যাম্পপোস্টগুলোকে। পরীক্ষা নিরীক্ষায় যেসব ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য উপযোগী হয় সেসব ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়।

Link copied!