প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের অনুরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:৫৭ পিএম

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের অনুরোধ

রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত সে দেশ ত্যাগ করার অনুরোধ জানিয়েছে প্রতিবেশী পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ অনুরোধ জানানো হয়েছে। তবে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।’

এছাড়া, অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে বাংলাদেশিদের সব ধরনের ভ্রমণ এড়ানোর পরামর্শও দিয়েছে দূতাবাস। পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানাতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক জরুরি পরিপত্র পোস্ট করা হয়। এতে ইউক্রেন যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ জায়গায় সরে যেতে পরামর্শ দেওয়া হয়।

Link copied!