মোটরসাইকেল-ইজিবাইকে দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ: সেতুমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৫:৪৮ পিএম

মোটরসাইকেল-ইজিবাইকে দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ: সেতুমন্ত্রী

গত অর্থবছরের চেয়ে এবছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ ভাগ বেড়ে গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেএবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ৬টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির দরকার নেই জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পায়রাসহ সব সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।’

এসময় মন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ৬টি সেতু উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বেনজির আহমদ এমপি ও সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

Link copied!