লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুই মালিক গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ১২:৩৪ পিএম

লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুই মালিক গ্রেফতার

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আরও দুই মালিক শামীম ও রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। 

গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪২ জন।

এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল।

প্রাথমিক তদন্ত অনুযায়ী ইঞ্জিন রুম থেকেই এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল বলে এরই মধ্যে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক তোফায়েল ইসলাম।

Link copied!