আমেরিকা বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মান প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৪:০৬ পিএম

আমেরিকা বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: জার্মান প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাংক-ভাল্টার স্টাইনমায়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান ধারায় নীতি অনুসরণ অব্যাহত থাকলে বিশ্বব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং বিশ্ব ‘ডাকাতদের আস্তানায়’ পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্টাইনমায়ার বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আচরণ আন্তর্জাতিক শৃঙ্খলা ও মূল্যবোধকে দুর্বল করছে। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব যেন এমন একটি জায়গায় পরিণত না হয়, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো অঞ্চল দখল করে নেয়।

ভাষণে তিনি উল্লেখ করেন, রাশিয়ার ইউক্রেনে হামলা যেমন বৈশ্বিক ব্যবস্থায় একটি ঐতিহাসিক ফাটল সৃষ্টি করেছিল, তেমনি জার্মানির প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধে বর্তমান ভাঙন বিশ্বরাজনীতিতে দ্বিতীয় বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক ভূমিকা, বিশেষ করে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রেক্ষাপটেই তিনি এ মন্তব্য করেন।

স্টাইনমায়ার আরও বলেন, বিশ্বকে অবশ্যই এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে, যেখানে অঞ্চল কিংবা সার্বভৌম রাষ্ট্রগুলো কয়েকটি শক্তিধর দেশের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এআরডির পরিচালিত এক জরিপে উঠে এসেছে উল্লেখযোগ্য তথ্য। জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ জার্মান নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্র আর এমন কোনো অংশীদার নয় যার ওপর জার্মানি নির্ভর করতে পারে। মাত্র ১৫ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের ওপর এখনো আস্থা রাখা সম্ভব—যা নিয়মিত এ জরিপে রেকর্ড হওয়া সর্বনিম্ন হার।

তুলনামূলকভাবে, প্রায় তিন-চতুর্থাংশ জার্মান নাগরিক মনে করেন তারা ফ্রান্স ও ব্রিটেনের ওপর নির্ভর করতে পারেন। জরিপে আরও দেখা গেছে, ৬৯ শতাংশ জার্মান ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং প্রায় একই সংখ্যক মানুষ বিশ্বাস করেন, ন্যাটোর সদস্য দেশগুলো জোটের সবচেয়ে শক্তিশালী সদস্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর আর পুরোপুরি ভরসা করতে পারছে না।
 

Link copied!