প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ আপিল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৪ পিএম

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ আপিল

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের শেষ দিন আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময় নির্ধারিত থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন ভবনে আপিলকারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিকাল ৫টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন, তাদের সবার আপিলই গ্রহণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত বুথ থেকে এ তথ্য জানানো হয়। ইসি সূত্র জানায়, শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন প্রার্থী আপিল করেছেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজকে বিকাল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সেটা যতক্ষণই লাগুক, আমরা শেষ করবো।

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Link copied!