কুমিল্লা-৪

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৫১ পিএম

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।আজ (শুক্রবার) নির্বাচন কমিশনে (ইসি) এই আবেদন দাখিল করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর হলফনামায় পরস্পরবিরোধী তথ্য, সম্পদ বিবরণে বড় ধরনের ত্রুটি, স্ত্রীর আয়কর রিটার্ন না দেওয়া এবং নির্বাচনী ব্যয়ের উৎস অস্পষ্ট হওয়ায় তার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে।

আপিলে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর মধ্যে একটি হলো সম্পদ বিবরণে বড় ধরনের অসংগতি। একটি অংশে ২০ ভরি স্বর্ণের মূল্য শূন্য টাকা দেখানো হলেও অন্য অংশে একই স্বর্ণালংকারের মূল্য ২৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। প্রার্থীর নিজস্ব আয়কর তথ্য থাকলেও তার স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল করা হয়নি, যা নির্বাচন আইন অনুযায়ী বাধ্যতামূলক। এছাড়া প্রায় ৩০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে ‘সাধারণ জনগণের অনুদান’ উল্লেখ করা হলেও এর কোনো নির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যাখ্যা নেই। আয়কর ও নির্বাচনী ব্যয়ের উৎস সংক্রান্ত এই ত্রুটি একসঙ্গে থাকায় মনোনয়নে বড় ঝুঁকি তৈরি হচ্ছে।

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও জাতীয় কমিটির সদস্য চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

এর আগে জানা যায়, ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিতে হাইকোর্টের চেম্বার আদালত আদেশ স্থগিত করেছেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

Link copied!