লঞ্চে অগ্নিদগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে নৌপ্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৭:১৯ পিএম

লঞ্চে অগ্নিদগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে নৌপ্রতিমন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে লাগা আগুনে দগ্ধ হওয়াদের খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে যান নৌপ্রতিমন্ত্রী। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় অন‍্যদের মধ‍্যে ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

এর আগে,  গত ২৪ ডিসেম্বর মধ‍্যরাতে এম ভি অভিযান-১০লঞ্চে আগুন লাগার খবর পেয়ে  প্রতিমন্ত্রী বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠী হাসপাতালে দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোজ নেন।

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগী সংখ্যা ২১। এর মধ্যে ৩ জন মারা গেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ জন। অন্যরা এখনও চিকিৎসা সেবা নিচ্ছেন।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামে ওই লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে।  আহত হয়েছেন ৭০ জনের বেশি। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। অগ্নিদগ্ধ ও আহতদের অনেককে  তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Link copied!