জুন ২২, ২০২২, ০৫:২৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
একজন সাজাপ্রাপ্ত ও পলাতক হয়েও তিনি কীভাবে বিদেশি নাগরিকত্ব নিলেন, সেটি নিয়ে খোঁজ করতে গণমাধ্যমকর্মীদের পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার বেলা ১১টার দিকে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পদ্মা সেতু উদ্বোধন, বন্যা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি গত জাতীয় নির্বাচন, বিএনপি ও দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।
তারেক রহমানকে ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, “ তারা (বিএনপি) যে ইলেকশন করবে, তারা কাকে দেখাবে? সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে (পলাতক)? আর সে (তারেক রহমান) তো এ দেশের নাগরিকত্ব বাতিল করে এখন ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছে।”
এসময় সাংবাদিকদের বিষয়টি খোঁজ নেওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিক হওয়া যায়? একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে কীভাবে ব্রিটিশ নাগরিক হলো- সেটা একটু খোঁজ করবেন?”
প্রধানমন্ত্রী বলেন, “একটি দল নির্বাচনে অংশ নিতে আর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে দেখাতে হবে যে সেই দল নির্বাচনে জয়ী হলে কে হবে তাদের সরকার প্রধান। বিএনপি যে অংশ নেবে আগামী নির্বাচনে তারা কাকে দেখাবে?”
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন "দলটির নেতৃত্ব কার হাতে এবং কে নেতা? ওরা ইলেকশন করবে কী নিয়ে, পূঁজি কী? বিএনপির কি একটাও যোগ্য নেতা নেই যাকে তারা চেয়ারম্যান করতে পারে"?
শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে বলেন, "ওদের জন্য কান্নাকাটি করে লাভ নেই। ওরা ইলেকশন করবে কাকে নিয়ে, আমাকে বলতে পারবেন?"
প্রসঙ্গত, ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পরের বছর প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। তিনি সুস্থ হয়ে ফিরবেন, এমন কথা জানালেও প্রায় দেড় দশকেও ফেরেননি। তারেক রহমান দেশের বাইরে থাকার সময় বিদেশে অর্থ পাচার, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় তার সাজা হয়েছে।