সাতক্ষীরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৩:০২ পিএম

সাতক্ষীরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরার শ্যামনগরের রমজান নগর ইউনিয়নের টেংরাখালীতে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১৫ জন।

শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই আমির হোসেন নামে এক যুবক নিহত হন এবং পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথেই আব্দুল কাদেরের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগরে ফ্যান সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) টেংরাখালীতে রেজাউলের দোকানে ফ্যান সংস্কার করতে গিয়ে আব্দুল আজিজের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন আব্দুল কাদের।

এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সাংগঠনিক আলোচনার সময় বিএনপি সমর্থিত ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু ও ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলি বুলুর নেতৃত্বে শতাধিক লোক হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে মো. আমির হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদেরকে মারধর করে তারা। এতে ঘটনাস্থলেই আমির হোসেন নিহত হন।

এ সময় ইব্রাহিম গাজী, মোহাম্মদ হান্নান, ইসমাইল, আক্তার ও ইমাম গাজী, আবু বক্কর সিদ্দিক ও আলমগীর কয়ালকেও মারপিট করে গুরুতর জখম করা হয়। তাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, এ সময় বেশ কয়েকজন আহত হয়। কি নিয়ে সংঘর্ষ হয়েছে- তা জানি না। তবে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে৷

Link copied!