কারামুক্ত হলেন ঝুমন দাস

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০১:৩৪ এএম

কারামুক্ত হলেন ঝুমন দাস

জামিনে কারামুক্ত হয়েছেন ঝুমন দাস। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে কটাক্ষ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছিলেন ঝুমন দাস।  

চলতি বছরের ১৫ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের দিরাইয়ে শানে রিসালাত সম্মেলন নামে একটি সমাবেশের আয়োজন করে। এতে হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক বক্তব্য রাখেন। সমাবেশের পরদিন (১৬ মার্চ) মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেন পার্শ্ববর্তী উপজেলা শাল্লার নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাস। তিনি স্ট্যাটাসে মামুনুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনেন।

এ সমালোচনাকে ইসলামের সমালোচনা বলে এলাকায় অপপ্রচার চালাতে থাকে মামুনুলের অনুসারীরা। এতে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিলে গ্রামের বাসিন্দারা ১৬ মার্চ রাতে ঝুমনকে পুলিশের হাতে তুলে দেন।

পরের দিন কয়েক হাজার লোক লাঠিসোঁটা গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এসময় ঝুমন দাসের বাড়িসহ হাওরপাড়ের হিন্দুদের প্রায় ৯০টি বাড়ি ও মন্দিরে ভাঙচুর-লুটপাট করে। এরপর গত ২২ মার্চ ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই মামলায় কয়েক দফায় জামিন আবেদন খারিজের পর ঝুমন দাসের পরিবার হাইকোর্টে জামিন আবেদন করে।

উল্লেখ্য, দেশের বাইরে না যাওয়ার শর্তে গত ২৩ সেপ্টেম্বর ঝুমন দাসকে এক বছরের জামিন দেয় আদালত। 

Link copied!