‘কমলা মার্কিন প্রেসিডেন্ট হতে অযোগ্য’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৪, ১১:২৬ এএম

‘কমলা মার্কিন প্রেসিডেন্ট হতে অযোগ্য’

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে কমলা হ্যারিস অযোগ্য। কেউ তাকে সম্মান করে না, কেউ তাকে বিশ্বাস করে না, কেউ তাকে সিরিয়াসলি নেয় না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।

ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবেন। তাকে প্রেসিডেন্ট করার অর্থ হলো লাখ লাখ মানুষের জীবনের সঙ্গে জুয়া খেলা।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস।

Link copied!