অক্টোবর ৩১, ২০২৪, ১১:৪০ এএম
ফিলিস্তিনের গাজায় স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গোষ্ঠীটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এ সময় তিনি স্থায়ী যুদ্ধবিরতির উপরও জোর দিয়েছেন। খবর আল আরাবিয়া।
হামাসের সিনিয়র নেতা তাহের আল-নুনু এএফপিকে বলেছেন, যুদ্ধে অস্থায়ী বিরতি মূলত আগ্রাসন পুনরায় শুরু করার জন্য করা। আমরা ইতোমধ্যে আমাদের অবস্থান প্রকাশ করেছি। হামাস যুদ্ধের স্থায়ী সমাপ্তি সমর্থন করে, অস্থায়ী নয়।
গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে চাওয়া মধ্যস্থতাকারীরা হামাসের কাছে "এক মাসেরও কম সময়ের" জন্য যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানেন এমন একটি সূত্র বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার দোহায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, সিআইএ পরিচালক বিল বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে "এক মাসেরও কম সময়ের" "স্বল্পমেয়াদী" যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র।
সূত্রটি বলেছে, প্রস্তাবে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মি বিনিময় এবং গাজায় সহায়তা বাড়ানোর বিষয়টি রয়েছে। সূত্রমতে, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে যদি একটি স্বল্পমেয়াদী চুক্তিতে পৌঁছানো যায় তবে এটি স্থায়ী চুক্তির পথ সহজ করবে।
প্রস্তাবের বিষয়ে আল-নুনু বলেছেন যে হামাস এখন পর্যন্ত কোনো ওই প্রস্তাব পায়নি। এমন একটি পরিকল্পনা পেলে তারা প্রতিক্রিয়া জানাবে। তবে হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা এবং বন্দী বিনিময় চুক্তি।