ঢাবির অধিভুক্তই থাকছে সাত কলেজ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৪, ০২:৫২ পিএম

ঢাবির অধিভুক্তই থাকছে সাত কলেজ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে সরকারি সাত কলেজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা বলেছিলেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে। তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে।

আরও পড়ুনঃ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) ও বুধবার (৩০ অক্টোবর) তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনরত ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে ও শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার ‍‍`অনুরোধ‍‍` করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
 

Link copied!