সদরঘাটে লঞ্চে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০৩:৪৪ এএম

সদরঘাটে লঞ্চে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড়

চাঁদ দেখার খবর পাওয়া গেলেই শুরু হয়ে যাবে ঈদের আনন্দ। এর আগে যদিও ঈদের যাত্রাপথে ঈদ আনন্দের অনুভূতি যাত্রীদের চোখে মুখে স্পষ্ট। প্রিয়জনের জন্য শখের পোশাক নিয়ে আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার এ দৃশ্য বরাবরই এক অদ্ভুত আনন্দের উপলক্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাস ও রেল স্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর থেকে শুরু করে সবখানেই যাত্রীদের উপচেপড়া ভিড়। যেকোন ভাবেই বাড়ি যেতে হবে। তাই যারা টিকিট পাননি, দাঁড়িয়েই ঘণ্টার পর ঘণ্টার পথ পাড়ি দেবেন। ভিড় ও ভোগান্তি থাকলেও ছুটিতে বাড়ি যেতে পেরেই খুশি তারা।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নাড়ির টানে বাড়ি ফিরতে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় রাজধানীর একমাত্র নৌবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, সেহরি খাওয়ার পর থেকেই টার্মিনালের পল্টুনে বাড়তে থাকে যাত্রীদের উপস্থিতি। ভোরের আলো বাড়ার সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ। চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পল্টুনে যাত্রীদের ভিড় থাকলেও বরিশাল রুটে যাত্রীর চাপ অন্যান্য রুটের তুলনায় কম। কারণ বরিশালের যাত্রীরা এখন নৌরুটের বদলে পদ্মা সেতু দিয়ে ভ্রমণকেই বেছে নিয়েছে-এমনটি জানিয়েছেন বেশ কয়েকজন যাত্রী। 

দুপুরে বরিশাল ও পটুয়াখালী, ভোলা, বরগুনা ও হাতিয়াগামী প্লটুনে দেখা যায় যাত্রীদের ভিড়। যাত্রীদের ব্যাগ, গাট্টি বোচকা হাতে ঘাটের দিকে আসতে দেখা যায়। এদিন, সদরঘাট লঞ্চ টার্মিনাল বাদামতলী, ওয়াইজঘাট সহ এর আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানযট। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো কেউ পরিবার, বন্ধু-বান্ধব কেউ আবার একা পাড়ি দিচ্ছেন দীর্ঘপথ। লক্ষ্য একটাই ঈদে বাড়ি ফেরা।

বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি যাত্রীরা যেনো নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।

তিনি আরও বলেন, “এ পর্যন্ত নির্গমন করেছে ৫০টি লঞ্চ এবং পর্যাপ্ত লঞ্চ পার্কিং এ রয়েছে। কিছু লঞ্চ নদীর মাঝখানে আছে, সেগুলোও টার্মিনালের দিকে আসছে।

তিনি জানান, আজকে (বৃহস্পতিবার) ১১০ থেকে ১২০ টি লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে এবং প্রায় ১০০টি লঞ্চ সংরক্ষণ করা আছে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিএ  সদরঘাটের এই কর্মকর্তা আরও বলেন, “এখানে অতিরিক্ত নৌ পুলিশ আনসার মোতায়েন করা আছে ও ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক টার্মিনাল মনিটরিং করছেন।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, এই ঈদ যাত্রা যেনো নির্বিঘ্ন ও আনন্দমুখর হয় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন এখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমরা তৎপর আছি যেকোনো পরিস্থিতি সামাল দিতে।

Link copied!