হজে তীব্র গরমে ৪৪ বাংলাদেশির মৃত্যু

জাতীয় ডেস্ক

জুন ২৪, ২০২৪, ১১:৫৪ এএম

হজে তীব্র গরমে ৪৪ বাংলাদেশির মৃত্যু

মসজিদ আল হারাম

চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে তীব্র গরমে সৌদিতে ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ রয়েছেন ৩৫ জন এবং নারী ৯ জন।

সোমবার (২৪ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি, সৌদি এয়ারলাইন্সের ১০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হেল্প ডেস্কের বুলেটিনে উল্লেখ করা হয়, মক্কায় ৩৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে অসুস্থতাজনিত কারণে হাজিদের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।

উল্লেখ্য, গতকাল রোববার মধ্যরাত পর্যন্ত হজ সেরে দেশে ফেরেন ১১ হাজার ৬৪০ জন হাজি।

Link copied!