সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৭:৩৩ পিএম
কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছিল ৩৫ ওভারে । কিন্তু দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও ভয়াবহ। দ্বিতীয় সেশন চললেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারিনি। ইতোমধ্যে দু’দলের ক্রিকেটাররা ফিরে গেছেন হোটেলে। এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার খানিক পর দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টানা হয়। সারাদিন পুরো মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়। মাঝে দুই ঘণ্টা দুয়েক বৃষ্টি না হলেও কভারে প্রচুর পানি ছিল। তিনটি সুপার সপার দিয়ে মাঠকর্মীরা নিরন্তর কাজ করে গেলেও কোনো লাভ হয়নি। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রিয়েছে, তবে আজকের মতো এতটা নয়।
সারারাত বৃষ্টির পর সকালে তা থেমেছিল। খেলা শুরুর আগে আবারো তা ফিরে এলে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ব্যাট-বলের লড়াই। মাঝে থামলেও এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, কানপুর টেস্টের প্রথম তিন দিন থাকবে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুই আম্পায়ার প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন। বৃষ্টির কারণে প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।