ক্যাম্পাসে ক্যাম্পাসে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:০০ পিএম

ক্যাম্পাসে ক্যাম্পাসে  শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন ক্যাম্পাসে জুতা নিক্ষেপ  কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি),রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টানিয়ে জুতা নিক্ষেপের এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীরা ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’,‘ইতিহাসের নোংরা দিন, খুনি হাসিনার জন্মদিন’,‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,‘বিচার বিচার বিচার চাই, খুনী হাসিনার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

প্রতিযোগিতার আয়োজকরা বলেন, “সাবেক স্বৈরাচার সরকার দেশের মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে তার হিসেব নেই। এখন সে জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও আমরা সেই ক্ষতচিহ্ন বুকে বয়ে বেড়াচ্ছি। সেজন্য আমরা আজকে তার জন্মদিনের মতো দিনে তার ছবিতে গণজুতা মারা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই এই দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকুক। মানুষ জানুক স্বৈরাচারী শেখ হাসিনা দেশের জন্য কতটা ক্ষতিকর ছিল।”

Link copied!