নেপালে বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৬৬

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:৫৮ পিএম

নেপালে বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৬৬

ছবি: সংগৃহীত

নেপালে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত চব্বিশ ঘণ্টায় ৬৬ জন নিহত  ও ৬৯ জন নিখোঁজ রয়েছেন ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির বেশকিছু অংশ প্লাবিত হওয়ায় হেলিকপ্টার ও মোটরবোট দিয়ে উদ্ধারকাজ চালিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তার জন্য তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একাধিক নদীতে সম্ভাব্য আকস্মিক বন্যার বিষয়েও নাগরিকদের সতর্ক করছে কর্তৃপক্ষ।

গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিতে দক্ষিণ এশিয়াজুড়ে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর বন্যায় ব্যাপক মৃত্যু এবং ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের মুখপাত্র বসন্ত অধিকারী এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, "পুলিশ অন্যান্য সংস্থা এবং স্থানীয়দের সাথে নিখোঁজদের উদ্ধার ও খুঁজে বের করতে কাজ করছে।"

বন্যার প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালক বলেছেন, “মাঝরাতে তার কাঁধ পর্যন্ত পানি উঠেছিল। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে শুক্রবার সন্ধ্যা থেকে কাঠমান্ডুর বাইরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট এখনও চালু রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা।”

পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, “২৮টি স্থানে ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে পুলিশ ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচলের জন্য রাস্তাগুলো পুনরায় চালু করার জন্য কাজ করছে।”

Link copied!