সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৬:০৫ পিএম
বাংলাদেশ ও ভারতের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে অক্টোবরে। ভারত দল ঘোষণা করেছে। ঋশভ পন্ত ও শুভমান গিল নেই। তবে মায়াঙ্ক যাদব রয়েছে।
৬,৯ ও ১২ অক্টোবর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে তিনটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ এখনো টি-টোয়েন্টি দল ঘোষণা করেনি। তবে ভারত করেছে।
ভারতের টি-টোয়েন্টি দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু সামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রায়ান পরাগ, নিতিশ, শিভাম, ওয়াশিংটন, রবি, বরুন, জিতেশ, আর্শদ্বীপ, হারশিত, মায়াঙ্ক।