জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর এলাকা থেকে ৪৬২ এলপিজি গ্যাস সিলিন্ডার এবং একটি লুট হওয়া কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) ভোরে আশুলিয়ার গকুলনগর থেকে ১৩ লাখ টাকার এই মালামাল উদ্ধার করা হলেও ডাকাতচক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাগেরহাটের মংলা যাওয়ার পথে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকায় রাতের অন্ধকারে মুখোশধারী ডাকাতরা কাভার্ডভ্যানটি থামিয়ে চালক আসলাম খান ও তার সহযোগী রিফাতকে কুপিয়ে জখম করে। এরপর অস্ত্রের মুখে গাড়িটি জিম্মি করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। আহতদের সড়কে ফেলে চলে যায় তারা।
পরদিন শিবচর থানায় ডাকাতি মামলা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান শুরু করে। ঢাকার আশুলিয়ার গকুলনগর এলাকার ডাকাত মেহেদি হাসান আতিকের গোডাউন, বাসা ও দোকানে অভিযান চালিয়ে তালা ভেঙে তল্লাশি করে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। সেইসাথে ডাকাতি হওয়া কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় দ্রুত উদ্ধার হয়েছে লুট হওয়া গ্যাস সিলিন্ডার ও কাভার্ডভ্যান। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলমান।