ইন্ডিয়ান আইডল জয়ী প্রশান্ত তামাং মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৫৪ পিএম

ইন্ডিয়ান আইডল জয়ী প্রশান্ত তামাং মারা গেছেন

প্রশান্ত তামাং | ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান আইডল সিজন ৩ এর বিজয়ী এবং ‘পাতাল লোক ২’ সিনেমার অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার নয়াদিল্লিতে নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

প্রশান্তের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ ও বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা, তিনি বলেন, ‘প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণ গোরখা সমাজসহ শিল্প ও সঙ্গীতজগতকে স্তব্ধ করে দিয়েছে।’

প্রশান্ত তামাং ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে বাবাকে হারানো প্রশান্ত পরবর্তীতে কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে যোগ দেন। পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে গঠিত একটি দলের মাধ্যমে তিনি সঙ্গীতচর্চা চালিয়ে যান।

রাজু বিস্তা আরও বলেন, ‘২০০৭ সালে ইন্ডিয়ান আইডল জিতে প্রশান্ত গোটা ভারতের গোরখা সমাজকে গর্বিত করেছিলেন। নেপালি গান ও সংস্কৃতিকে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছিলেন তিনি।’ তিনি উল্লেখ করেন, প্রশান্ত পশ্চিমবঙ্গ পুলিশ অর্কেস্ট্রায় কর্মরত থাকার সময় দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্স, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের গোরখা জনগোষ্ঠীর মধ্যে এক অনন্য ঐক্যের আবহ তৈরি করেছিলেন।

প্রশান্ত তামাং | ছবি:  সংগৃহীত

প্রশান্তের সঙ্গীত ও চলচ্চিত্র জীবন:

  • ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন ৩ জিতে জাতীয় পরিচিতি পান।
  • এরপর প্রকাশিত হয় তার অ্যালবাম ‘ধন্যবাদ’, এবং বিদেশেও একাধিক লাইভ শো করেন।
  • ২০১০ সালে নেপালি হিট ছবি গোরখা পাল্টন-এর মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ।
  • পরবর্তীতে অভিনয় করেন আংগালো মায়া কো, কিনা মায়া মা, নিশানি, পারদেশি ও কিনা মায়ামা সিনেমায়।
  • টেলিভিশনে অতিথি চরিত্রে হাজির হন ধারাবাহিক অ্যাম্বার ধারা-তে।
  • সর্বশেষ ‘পাতাল লোক সিজন ২’-এ ড্যানিয়েল লেচো চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।

 

সূত্র: এনডিটিভি

Link copied!