উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূস

আসতে পারে বড় সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১১:৩৭ এএম

আসতে পারে বড় সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর বা গণভোট কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার।

তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কারা এ ব্রিফিং করবেন, তা এখনো জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

 

Link copied!