জুলাই সনদ বাস্তবায়ন

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১২:৩৩ পিএম

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার

অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সময় নির্ধারণে সব অ্যান্টি-ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে সাত দিনের সময় দিয়েছে, যাতে তারা ঐক্যমতে পৌঁছাতে পারে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “সরকার আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “যদি দলগুলো আগামী সাত দিনের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে সরকার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাবে।”

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ করে গণভোটের সময় নির্ধারণকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

এর আগে জাতীয় ঐক্য কমিশন প্রস্তাব করেছিল, গণভোট জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে পারে। তবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)–সহ প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক বিবেচনায় আলাদা সময়সূচি প্রস্তাব করেছে।

সরকারি সূত্র জানায়, রাজনৈতিক সংলাপের মাধ্যমে এই ইস্যুতে দ্রুত সমাধানে পৌঁছাতে চায় সরকার, যাতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আর কোনো বিলম্ব না ঘটে।

Link copied!