সৌদি আরবে উমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে এক মাসে কমানো হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০২:৩৪ পিএম

সৌদি আরবে উমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে এক মাসে কমানো হচ্ছে

সৌদি আরব উমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে এক মাসে সীমিত করতে যাচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমে মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় ইতিমধ্যে নতুন রেকর্ড হয়েছে। যাত্রীদের সংখ্যা এত দ্রুত বেড়ে যাচ্ছে যে, ভিড় নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে গেছে, তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আল আরাবিয়া.নেট।

সৌদি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হজ ও উমরাহ মন্ত্রণালয় শীঘ্রই এই পরিবর্তন বাস্তবায়ন করবে, যার ফলে ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের জন্য কার্যকর হবে। এই সময়ের মধ্যে যদি ভিসাধারী দেশটিতে প্রবেশ না করে, তাহলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

নতুন উমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে জুন মাসের শুরুতে চার মিলিয়নেরও বেশি উমরাহ ভিসা আন্তর্জাতিক যাত্রীদের কাছে ইস্যু করা হয়েছে — যা পাঁচ মাসেরও কম সময়ে একটি রেকর্ড সংখ্যা।

ন্যাশনাল কমিটি ফর উমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাফার জানিয়েছেন, এই সিদ্ধান্ত  মূলত মক্কা ও মদিনায় ভিড় কমানো এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।

যদিও উমরাহ অনুষ্ঠান শুধুমাত্র মক্কায় অনুষ্ঠিত হয়, অনেক যাত্রী মদিনা গিয়ে নবী মুহাম্মদের মসজিদে নামাজ পড়েন।

অক্টোবরে সৌদি আরব উমরাহ প্রক্রিয়া আরও কঠোর করেছে, যেখানে যাত্রীদের আগে থেকে আবাসনের বুকিং করতে হবে এবং নুসুক বা মাসার প্ল্যাটফর্মে পৌঁছানোর সময় পরিবহণ ব্যবস্থা যাচাই করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো ধরনের ভিসা থাকলেও উমরাহ পালন করা যাবে।

 

Link copied!