অক্টোবর ২৮, ২০২৫, ০৭:৪২ পিএম
 
						
                            ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেট এলাকায় গত শনিবার দুপুরে মেট্রোরেলের পিলার নম্বর ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার তিন দিন পর মঙ্গলবার ডাকযোগে এই আইনি নোটিশটি পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। নোটিশটি পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর।
নোটিশে বলা হয়, নিহত কালাম আজাদ তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে, আর তাঁর ছোট ভাই পড়াশোনা করতেন কালামের আয়ের উপর নির্ভর করে।
নোটিশে অভিযোগ করা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষের চরম অবহেলা ও রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থাপনার যান্ত্রিক ত্রুটি ও ঝুঁকি শনাক্ত না করে চলমানভাবে মেট্রোরেল পরিচালনা করা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলেও উল্লেখ করা হয়।
আইনি নোটিশে ৩০ দিনের মধ্যে নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যথায় মেট্রোরেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, বলে সতর্ক করা হয়।
নোটিশে আরও বলা হয়, ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির প্রস্তাব দেয়, যা “বাস্তবতা বিবর্জিত, অবমাননাকর ও পরিবারের প্রতি অসম্মানজনক।”
এরই মধ্যে ঘটনাটি তদন্তে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    