মার্চ ২৬, ২০২৫, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
আজ দুপুরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে আরেক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
ভারত-চীন দুই দেশই বাংলাদেশের বন্ধু। ২৮ মার্চ, চীন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বৈঠকে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। একই সঙ্গে দিল্লির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও আগ্রহী ঢাকা।
মঙ্গলবার দুপরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, বোয়াও ফোরামে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে, মোদি-ইউনূস বৈঠক নিয়ে এখনও উত্তর দেয়নি দিল্লি।
এ ছাড়া প্রধান উপদেষ্টার চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন পররাষ্ট্র সচিব।