ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২৩, ১২:১২ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে  অবশেষে বাতিল হল ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের (কেবিনেট) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  মন্ত্রিপরিষদের একটি ঊর্ধ্বতন সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, নতুন আইন হিসাবে ডিজিটাল নিরাপত্তা আইনের স্থলাভিষিক্ত হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ২০২৩ (সাইবার নিরাপত্তা আইন)।

বৈঠক শেষে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আানসুল হকও বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,  “ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, পরিবর্তন করা হচ্ছে। এর অনেকগুলো ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইন করা হবে- মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, চরমপন্থা, সন্ত্রাসী প্রচারণা এবং ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের প্রতি ঘৃণার বিস্তার বন্ধ করার জন্য ৮ অক্টোবর, ২০১৮ ডিজিটাল নিরাপত্তা আইন গৃহীত হয়েছিল। একই বছরের ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। 

আইনটি পাশ হওয়ার পর থেকে বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে অপব্যবহারের জন্য ক্রমবর্ধমান সমালোচনার সম্মুখীন হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, গণমাধ্যমের স্বাধীনতা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্টরা  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।

এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক গত বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

Link copied!