গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ১১:৫২ এএম

গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। এজেন্সির আপনারা এদের নেবেন না। হাবের সঙ্গে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে তাকে হজে নেব না।’

বৃহস্পতিবার, ১৪ আগস্ট সকালে রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ মেলা’ উদ্বোধনকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। আজ থেকে শুরু হয়ে আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা।

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘ভাড়া কমানো নিয়ে কাজ শুরু করেছি। এ বিষয়ে বিমানের সঙ্গে কথা বলা হবে।’

মন্ত্রণালয়ের কারও দুর্নীতির প্রমাণ পেলে কঠোর শাস্তি দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হজ এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি হজ-ওমরাহ নিয়ে এক টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো।’

উপদেষ্টা আরও বলেন, ‘অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার কথা ভাবছে।’

Link copied!