নতুন বছরের শুরুতেই কমল স্বর্ণের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৩:১২ পিএম

নতুন বছরের শুরুতেই কমল স্বর্ণের দাম

বছরের প্রথম দিনেই দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে ভরিপ্রতি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় গ্রাহক পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
এর আগেও গত ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৬ হাজার ৬৫ টাকা রয়েছে। সর্বশেষ গত রোববার রুপার দাম বাড়ানো হয়েছিল বলে জানিয়েছে বাজুস

Link copied!