টানা দ্বিতীয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করল স্টেলা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৫৭ পিএম

টানা দ্বিতীয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করল স্টেলা

স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা টানা দ্বিতীয়বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই সম্মাননা গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হয়।

স্টেলা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই স্বীকৃতি বাজার নেতৃত্ব, ভোক্তাদের আস্থা এবং মানসম্মত পণ্য সরবরাহে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এই জরিপে বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ এলাকা সহ মোট ১২,৪০০ জন (নারী-পুরুষ সমান অনুপাতে) থেকে তথ্য সংগ্রহ করা হয়।

Link copied!