ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে মূল্যহ্রাসের প্রভাব পড়ে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৩৫৩ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন এই মূল্য শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং চলতি সপ্তাহের শুক্রবার (২৮ নভেম্বর) পর্যন্ত একই দাম বহাল থাকবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা, যা আগের মূল্য ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকার তুলনায় কম।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরিতে পার্থক্য হতে পারে।