এপ্রিল ৫, ২০২৫, ১০:০৪ পিএম
শনিবার ড. ইউনূস বৈঠক করেন।
ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ শুল্কনীতির বিপরীতে প্যাকেজ প্রস্তাবনা দিতে যাচ্ছে ডক্টর ইউনুস।
শনিবারে একটি জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্যাকেজে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি আমদানি রপ্তানিতে নীতিগত যে জটিলতা রয়েছে সেগুলো নিরূপণেও কাজ করবে বাংলাদেশ কর্তৃপক্ষ। শনিবার বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ এ কথা বলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের এই নীতি হঠাৎ করে আসেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশে কত ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শুল্ক বিভাগের সাথে আমরা কথা বলে আসছিলাম। তাদের ভাষ্যমতে শুলকো নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ প্রথম যোগাযোগ করেছে।