এপ্রিল ৬, ২০২৫, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ও বেশ কয়েকটি দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কবিরোধী বড় বড় সমাবেশ হয়েছে। গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত এসব সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমেরিকানদের অধিকার ও স্বাধীনতার ওপর ‘আক্রমণ’ চালাচ্ছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, সংগঠকরা যুক্তরাষ্ট্রজুড়ে ১২শরও বেশি ‘হ্যান্ডস অফ!’ প্রতিবাদের লক্ষ্য নিলেও হয়েছে ১৪০০ এরও বেশি। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটলগুলোতে, ফেডারেল ভবনগুলোর সামনে, কংগ্রেসনাল দপ্তর, সোশ্যাল সিকিউরিটি সদরদপ্তর, পার্ক ও সিটি হলগুলোর সামনে এসব প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ‘হ্যান্ডস অফ!’ আন্দোলনকারীরা ‘ধনকুবেরদের ক্ষমতা দখলের অবসান চান’।
প্রতিবাদের সংগঠকরা বলেছেন, “আমরা নিশ্চিত করতে পারি তারা আমাদের কথা শুনতে পাচ্ছে।”
এই আয়োজনের প্রচারপত্রে লেখা ছিল, “আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ, চাকরি ছাঁটাই, গোপনীয়তার ওপর আক্রমণ অথবা আমাদের পরিষেবার ওপর আক্রমণের কারণে আপনি যেভাবেই সংঘবদ্ধ হোন না কেন- এই মুহূর্তটি আপনার জন্য। আমরা এই সংকটের বিরুদ্ধে একটি বিশাল, দৃশ্যমান, জাতীয় প্রত্যাখ্যান গড়ে তুলতে চাই।”
প্রায় ৬ লাখ মানুষ এসব প্রতিবাদে যোগ দেবে জানিয়ে স্বাক্ষর করেছিল। লন্ডন, প্যারিসের মতো বড় বড় শহরেও কিছু প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।