আপাতত বিচারিক দায়িত্বে থাকছেন না ১২ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৪২ পিএম

আপাতত বিচারিক দায়িত্বে থাকছেন না ১২ বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ‍‍`চায়ের দাওয়াত‍‍` পাওয়া উচ্চ আদালতের ১২ জন বিচারপতি আপাতত তারা কোনো বিচারিক দায়িত্ব পালন করতে পারবেন না।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বুধবার প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

এদিন দুপুরে ‘আওয়ামী লীগপন্থি ফ্যাসিস্ট বিচারকদের’পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও করে। এরপরই ১২ বিচারপতির বিষয়ে সিদ্ধান্ত জানান রেজিস্ট্রার জেনারেল। 

তিনি বলেন, বিচারপতিদের অপসারণে বিদ্যমান কোনো বিধান না থাকায়, তাদের আপাতত কোনো বেঞ্চ দেওয়া হবে না। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আগামী ২০ অক্টোবর আপিল বিভাগে কার্যতালিকায় এ নম্বরে শুনানির জন্য থাকবে।

সেইদিন পর্যন্ত ওই ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দেওয়া হবে না বলে জানান রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

বাংলাদেশ আইন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট এম মাহবুবুর রহমান খান বলেন, ১২ বিচারপতির মধ্যে ১০ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: ১২ বিচারপতিকে প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ

এরা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আকতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াৎ ও বিচারপতি খুরশীদ আলম সরকার।

তবে চায়ের দাওয়াত পেয়ে এদিন এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, মো. আকতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসাইন দোলন দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

Link copied!