মুশফিক ও জয় লড়ছে। ছবি : বিসিবি
মিরপুরে হার এড়াতে লড়ছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রানে দিন শেষ করেছে তারা। সমান ১০১ রানে পিছিয়ে তারা এখনো।
টেস্টের আরও তিন দিন আছে। অতি নাটকীয় কিছু না হলে এই টেস্টে টাইগাররা ব্যাকফুটে থেকে ম্যাচ হারবে।
মাহমুদুল হাসান জয় ৩৮ ও মুশফিকুর রহিম ৩১ রানে খেলছেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে।