জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি/বাসস
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে পারবে।
শনিবার বিকেলে রংপুর নগরীর আরডিআরএস বাংলাদেশ ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি গণ-অভ্যুত্থানের সরকার, যা নির্বাচনের পাশাপাশি সংস্কার ও বিচার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এসব সংস্কার কার্যক্রমের জন্য অঙ্গীকারবদ্ধ, তাই তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে।
বদিউল আলম মজুমদার সংবিধান সংশোধন ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ হলেও, আমরা স্বয়ংক্রিয়ভাবে স্বৈরাচারী ব্যবস্থার থেকে মুক্ত হবো না। এটি নির্ভর করবে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক সংস্কৃতির ওপর।”
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে সদাচরণ এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া দেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক সংস্কার, ভোটের পরিবেশের স্বচ্ছতা এবং নাগরিক ও গণমাধ্যমকে ওয়াচডগের ভূমিকা পালনের প্রয়োজনীয়তাও জোর দিয়ে বলেন।
সংলাপে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের আট জেলার সংসদ সদস্য প্রার্থী, সুজনের সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধি। তারা নির্বাচনী ও সংবিধান সংশোধন সংক্রান্ত নানা সুপারিশ তুলে ধরেন।
বদিউল আলম মজুমদার বলেন, “একাত্তরে স্বাধীনতা অর্জিত হলেও এর সুফল আমরা পুরোপুরি পাইনি। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের লক্ষ্য পূরণে, সকলের দায়িত্ব রয়েছে। নির্বাচন শুধু শুরু; সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাপথে সূচনা করতে হবে।”